নিউজ ডেক্স : সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে শেখ হানিফ (৪৫) নামের যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত যুবক রোজমর পাড়ার কবির আহমদের ছেলে। ঘটনার সাথে জড়িত জাহেদুল্লাহ ও জয়নাল আবেদীন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢেমশা মরফলা সড়ক থেকে শেখ হানিফকে চোর সন্দেহে ধরে এনে গণপিটুনি দেয় পৌরসভার আনু ফকিরের দোকান এলাকায়। এতে সে গুরতর আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে হানিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় কাউন্সিলর আরিফুল ইসলাম জানান, চোর সন্দেহে গণপিটুনিতে যিনি মারা গেছেন সে এলাকার চিহ্নিত অপরাধী। গণপিটুনির ঘটনায় স্থানীয়দের সাথে কয়েকজন চিহ্নিত অপরাধীও জড়িত ছিল।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর জানান, চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবক হাসপাতালে মৃত্যুবরণ করেন। গণপিটুনিতে অংশ নেয়া ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারাও এলাকার চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরো বলেন, নিহত যুবকও একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধেথানায় ৩টি ডাকাতি ও ১টি অস্ত্র আইনে মামলা রয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।