নিউজ ডেক্স : সাতকানিয়ায় এক গৃহস্থকে বেঁধে ৩টি গরু লুট করে নিয়ে গেছে গরু চোরেরা। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত ২টার সময় উপজেলার হলুদিয়া বাজার এলাকায়।
জানা যায়, হলুদিয়া বাজারের লেক এলাকায় মোহাম্মদ নরুন্নবী চাষাবাদ ও গরুর খামার করে আসছিল। ঘটনার দিন রাতে ১টি হাই এস ও মিনি ট্রাক নিয়ে ১০/১২ জন লোক এসে নুরুন্নবীকে বেঁধে রেখে খামারের ৩টি গরু নিয়ে পালিয়ে যায়।
গরুগুলোর আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে সাতকানিয়া থানার এসআই শহিদুল ইসলাম।
– ইত্তেফাক