
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলা ও পৌর সদরে অবস্থিত সাতকানিয়া প্রেসক্লাব নির্বাচন গত ১০ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব ভবনে অনৃুষ্ঠিত হয়। নির্বাচনে সৈয়দ মাহফুজ-উননবী খোকন (দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বকোণ) সভাপতি ও মো. জাহেদ হোসাইন(দৈনিক সুপ্রভাত বাংলাদেশ) সাধারন সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন পটিয়া শোভনদন্ডি কলেজের অধ্যক্ষ মো. হামিদ হোসাইন। কমিটির সম্মানিত সদস্যরা হলেন, মামুন মুহাম্মদ (প্রথম আলো), নাজিম ছালাম (সাপ্তাহিক মাইনি), নুরুল ইসলাম সবুজ (দৈনিক সাঙ্গু) ও শংকর কান্তি দাশ(দৈনিক প্রিয় চট্টগ্রাম)।

নব নির্বাচিত কমিটি ২ বছর দায়িত্ব পালন করবেন।
Lohagaranews24 Your Trusted News Partner