এলনিউজ২৪ডটকম : প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ৩ দিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
৭ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।

সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মফিজ উদ্দিন।
পিআইবি’র রিপোর্টার জিলহাজ উদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী দিনে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহনকারী ৩৫ জন সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আলী আর রাজি।