নিউজ ডেক্স : সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থী অ্যাম্বুলেন্সে করে এসে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। মাকসুরাতুল জান্নাত নামের ওই শিক্ষার্থীর জন্য উপজেলার উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলায় বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। সেখানে টেবিলের ওপর পাতা বিছানায় বসে পরীক্ষা দিয়েছেন তিনি।

মাকসুরাতুল জান্নাত সাতকানিয়া সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। আজ মঙ্গলবার পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন তিনি। তাঁর বাবা নুরুল মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় জান্নাতের পাঁজরের দুটি হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসক কমপক্ষে এক মাসের চিকিৎসা ও বিশ্রামের কথা বলেছিলেন। তাঁরাও মেয়েকে আপাতত পরীক্ষা থেকে বিরত থাকতে বলেছিলেন। কিন্তু জান্নাত তা মানেননি। তিনি আহত শরীরেও পরীক্ষায় অংশ নিতে খুব আগ্রহী। পরে চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে তাঁকে পরীক্ষা দিতে নিয়ে এসেছেন।
সরেজমিনে দেখা গেছে, আজ সকাল ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে মাকসুরাতুল জান্নাতকে পরীক্ষাকেন্দ্রে আনা হয়। এ সময় তাঁর মা ও বাবা সঙ্গে ছিলেন। কয়েকজন তরুণ স্ট্রেচারে করে তাঁকে পরীক্ষাকেন্দ্রের দ্বিতীয় তলায় একটি কক্ষে নিয়ে যান। সেখানে টেবিলের ওপর পাতা বিছানায় বসে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেন মাকসুরাতুল জান্নাত।
অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে বেলা দেড়টার দিকে বাবার সঙ্গে বাড়িতে ফিরছিলেন। যাত্রীবাহী একটি লেগুনায় (যাত্রীবাহী পিকআপ) করে কেরানীহাটের দিকে যাওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়ার তেমুহানী এলাকায় একটি ট্রাকের ধাক্কায় লেগুনাটি সড়কের ওপর উল্টে যায়। এতে ছয় এইচএসসি পরীক্ষার্থী আহত হন। আহত অন্য পরীক্ষার্থীরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিলেও মাকসুরাতুল জান্নাত গুরুতর আহত হওয়ায় তাঁকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত অবস্থায় পরীক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে জানতে চাইলে মাকসুরাতুল জান্নাত বলেন, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তাঁর ভালো প্রস্তুতি আছে। আহত শরীরে আসা-যাওয়ায় কষ্ট হলেও পরীক্ষায় অংশ নিতে পেরে ভালো লাগছে।
উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, অভিভাবক আর পরীক্ষার্থীর আগ্রহে অ্যাম্বুলেন্সে করে পরীক্ষায় অংশ নিতে আসেন মাকসুরাতুল জান্নাত। তাঁকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পরীক্ষায়ও বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিতে পারবেন তিনি। -প্রথম আলো