এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের জনার চেয়ারম্যান পাড়ায় ১৮ জানুয়ারী বেলা ১টায় অগ্নিকান্ডে ৪ বসতবাড়ি পুড়ে ছাই হওয়ার সংবাদ পাওয়া গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্থরা হলেন নুর হোসেন ড্রাইভার, লোকমান হাকিম, মোঃ ফোরকান ও ওসমান গণি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।

খবর পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্যাহ ঘটনাস্থল পরিদর্শনে যান। ক্ষতিগ্রস্থদের জন্য আপাতত কম্বল বিতরণ করেছেন। পরবর্তীতে আরো সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানা যায়।