নিউজ ডেক্স : গত ২৯ জুন সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের সাঙ্গু নদীর ভাঙ্গন পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
এ সময় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ছাড়াও তিনি ক্ষতিগ্রস্থ পরিবারদের দুঃখ দুর্দশার কথা শুনেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় চরতী ও আমিলাইশ ইউনিয়নে সাঙ্গু নদীর ভাঙ্গন রোধে বিশ্ব জলবায়ু ফান্ড থেকে প্রাপ্ত ৩৭৫ কোটি টাকার কাজ শীঘ্রই শুরু হবে বলে তিনি স্থানীয় লোকদের আশ্বস্থ করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, স্থানীয় সাংসদের সহকারি একান্ত সচিব শাহাদাত হোসেন শাহেদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, স্থানীয় ইউপি সদস্য ফজল আহমদ, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শহিদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ কায়ছার, মোহাম্মদ হাছান, কাঞ্চনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিন শরীফ প্রমুখ।
ড. নদভী এমপির প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।