এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কর্ণফুলী লোহাগাড়া প্রতিনিধি এম. সাইফুল্লাহ চৌধুরীর মাতা সিরাজ খাতুনের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২২ জানুয়ারী সকাল ৮টায় মল্লিক ছোবহান (হাজির পাড়া) গ্রামস্থ ছিদ্দিক-এ-আকবর তালিমুল কোরআন মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদে খালেদ বিন ওয়ালিদের খতিব মাওলানা শফিকুর রহমান।
যারা দোয়া মাহফিলে শরিক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মরহুমার বড় ছেলে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবদুল কাইয়ুম। উল্লেখ্য, ২০১৭ সালের ২২ জানুয়ারী সকাল সোয়া ৭টায় তিনি ইন্তেকাল করেন।
