সাংবাদিক জাহেদুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় ৫ম স্থান অধিকার করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) লোহাগাড়া নিউজ২৪ ডটকম কার্যালয়ে আমরা ক’জন সংবাদ কর্মীর উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও লোহাগাড়া নিউজ ২৪ ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী প্রতিনিধি মো. মারুফ, লোহাগাড়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি খোকন সুশীল, লোহাগাড় সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার সভাপতি ব্যাংকার মো. মোজাহিদ হোসাইন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এহতেশামুল হক রাব্বি।
সাংবাদিক জাহেদুল ইসলাম জাতীয় দৈনিক মানবকণ্ঠ, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু ও ইংরেজি দৈনিক দ্যা এশিয়ান এইজ পত্রিকায় লোহাগাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন লোহাগাড়া প্রেসক্লাবে দ্বিতীয় বারের মতো প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রেস বিজ্ঞপ্তি