এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান দারুত তাওহীদ ইসলামীয়া দাখিল মাদরাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী তাহাছিন তামান্না তাছনীম ২০১৬ ইং সালের ইবতেদায়ীতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে। সে দৈনিক যায়যায়দিন পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি ও উপজেলার পূর্ব কলাউজান ৭নং ওয়ার্ডের মাওলানা পাড়ার মাওলানা আবদুল জব্বার ফিরোজ ও উম্মে সালমা ফেরদৌছির ১ম কন্যা। তার ছোট বোন মাহাছিন ফাতিমা নাজনীন একই মাদ্রাসায় ৫ম শ্রেণীতে ও ছোট ভাই আবদুল্লাহ মোহাম্মদ মুহসিন ৩য় শ্রেণীতে অধ্যয়নরত এবং আবদুল্লাহ আহমদ হাসিন সবার ছোট। তাছনীম বড় হয়ে মানুষ গড়ার কারিগর তথা শিক্ষিকা হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
একই প্রতিষ্ঠানে আরো ২ জন ট্যালেন্টপুল ও ৩ জন সাধারন বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তরা হলো জন্নাতুন নাঈম ও আয়েশা ছিদ্দিকা। আর সাধারন বৃত্তি প্রাপ্তরা হলো ছাইদা আইফা ইমা, উম্মে হাবিবা ও কানিজ ফাতেমা। গত ১৪ এপ্রিল শুক্রবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা র্বোড ঢাকার ওয়েব সাইডে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ করা হয়।
