মারুফ খান : ২০১৩-১৪ অর্থবছরে সর্বোচ্চ রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে পদক বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। গত ১ জানুয়ারী রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী এ পদক বিতরণ করেন। এবারও সর্বোচ্চ রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রফতানি ট্রফিতে স্বর্ণপদক পেয়েছে নোমান গ্রুপের জাবের এন্ড জোবায়ের ফ্রেবিক্স লিমিটেড।
প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন জাবের এন্ড জোবায়ের ফ্রেবিক্স লিমিটেডের ডেপুটী ম্যানেজিং ডাইরেক্টর আবদুল্লাহ মুহাম্মদ জোবায়ের। এ সময় উপস্থিত ছিলেন জাবের এন্ড জোবায়ের ফ্রেবিক্স লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর রফিকুল ইসলাম নোমান।

এছাড়াও স্বর্ণপদক পেয়েছে নোমান গ্রুপের হোম ও স্পেশালাইজড টেক্সটাইলে জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স, টেরিটাওয়েলে নোমান টেরিটাওয়েল মিলস, ব্রোঞ্জ ট্রপি পেয়েছে নোমান ইউভিং মিলস।
জানা যায়, ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরেও নোমান গ্রুপ দেশের শীর্ষস্থানীয় রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে ৯টি পদক অর্জন করেছিল।
উল্লেখ্য, নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব নুরুল ইসলাম লোহাগাড়া উপজেলার আধুনগরের কৃতিসন্তান।