এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া মা-মণি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, সমাজসেবক ও দাববীর এম. এ. কাশেমের বিশেষ আমন্ত্রণে লোহাগাড়ায় এসেছেন এনবিভি, চ্যানেল নাইন, এটিএন বাংলাসহ বিভিন্ন চ্যানেলে ইসলামি টকশো’র আলোচক ও উপস্থাপক ইসলামি চিন্তাবিদ মাওলানা ক্বাজী ইব্রাহিম।
গত ২৮ মার্চ সকাল ১১টায় তিনি লোহাগাড়ায় আসেন। প্রথমে তিনি লোহাগাড়া সদরস্থ মা-মণি হাসপাতালের নতুন নিজস্ব ভবন পরিদর্শনে যান। এরপর তিনি এম এ কাশেমের গ্রামের বাড়ি পদুয়া ইউনিনের বাগমুয়া গ্রামে প্রতিষ্ঠিত খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানা পরিদর্শন করেন। বাদ জোহর বাগমুয়া জামে মসজিদে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ক্বাজী ইব্রাহিম, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার), সমাজসেবক এম এ কাশেম ও লোহাগাড়ানিউজ২৪ডটকম উপদেষ্টা প্রবাসী খোরশেদ আলম।
আলোচনা শেষে বাগমুয়া এলাকাবাসীর পক্ষ থেকে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে এম এ কাশেম ও তাঁর পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মাওলানা ক্বাজী ইব্রাহিম সমাজসেবক এম এ কাশেমকে নিজ পুত্র বলে এলাকাবাসীর কাছে পরিচয় করে দেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।