- Lohagaranews24 - http://lohagaranews24.com -

সপ্তাহান্তে বজ্র-বৃষ্টির আভাস

নিউজ ডেক্স : ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সপ্তাহান্তে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। অবশ্য এর আগে শুক্রবারই (২১ ফেব্রুয়ারি) রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে অধিদফতরটি।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ (শুক্রবার) আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। -জাগো নিউজ

আবার এ সপ্তাহের শেষ দিকে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি- এমনটিও বলা হয়েছে পূর্বাভাসে। ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা অপিরবর্তিত থাকবে।

এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।