____ফিরোজা সামাদ____
স্নেহের ছায়ায় উঠছে বেড়ে তোমার সুবোধ ছেলে,
অাপদ বিপদ এলে তাহার ভাসছো নয়ন জলে !!

ছেলের সুখে হাসো তুমি তার দুঃখেতে কাঁদো,
ছেলে তোমার মানুষ হবে অাশাতে বুক বাঁধো !!
অনেক বড়ো হবে ছেলে দাও উন্নত শিক্ষা,
দামি নামি ওই শিক্ষাঙ্গনে পাচ্ছে কী সে দীক্ষা ?
প্রাচুর্য অার বিত্তের পিছন চলছো অহোরাত্রি ,
জানো তুমি যুগের পালে হয়েছে সে যাত্রী ?
তোমার শ্রমের অর্থ নিয়ে ই-সিগারেট খায়,
বার্গার ও পিৎজার সাথে হার্ট ড্রিংক নেয় !!
দু’হাত ভরে যাচ্ছো দিয়ে।খোঁজ নাও কি তার ?
জীবনে তার শিক্ষার আলো নাকি ঘুটঘুটে অাঁধার ?
কথায় কথায় দাও অজুহাত তোমার ব্যস্ত জীবন ,
স্বামী স্ত্রীর ঝগড়া ফেসাদ সন্তানের মন কাঁপণ !!
অাত্মসম্মানে টগবগে তরুণ মনে মনে হতাশ ,
হারিয়ে ফেলে বিত্তের মাঝে বেঁচে থাকার অভিলাষ !!
ছেলে মেয়ে যাচ্ছে কোথায়।কেই বা তাদের সঙ্গী ?
জানবে যেদিন সন্তান হয়েছে ধর্ষিতা না হয় জঙ্গী !!
থাকতে সময় বন্ধু হও তোমার সন্তানের তরে,
সুখের স্বর্গ অাসবে ধরায় তোমার পরিবারে !!