Home | দেশ-বিদেশের সংবাদ | সড়ক দুর্ঘটনার পর দুই বছর কোমায় থাকা চিকিৎসকের মৃত্যু

সড়ক দুর্ঘটনার পর দুই বছর কোমায় থাকা চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেক্স: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই বছর কোমায় থাকার পর এক শিক্ষানবিশ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সুলতান মোহাম্মদ আকিব (২৫)। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আকিব চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজরপাড়া এলাকার বাসিন্দা মো. নুরুল আলমের ছেলে। ২০২৩ সালে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। ওই বছরের ৭ মার্চ বিকেলে বন্ধুদের সঙ্গে অটোরিকশায় করে নগরের পতেঙ্গায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। সল্টগোলা ক্রসিং এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাঁদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর কোমায় চলে যান আকিব। তাঁকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সুলতান মোহাম্মদ আকিবের বাবা মো. নুরুল আলম বলেন, ‘পরিবারের স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে সন্তান জনসেবামূলক কাজ করবে। চিকিৎসক হলেও মানুষের সেবা করার সেই সুযোগ আর পেল না আকিব।’

সাতকানিয়া পৌরসভার সাবেক স্থানীয় কাউন্সিলর আবদুল হালিম বলেন, মেধাবী সুলতান মোহাম্মদ আকিব খুবই শান্তশিষ্ট প্রকৃতির ছিলেন। এলাকার লোকজন তাঁকে খুব পছন্দ করতেন। দুর্ঘটনার পরে প্রায় দুই বছর চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। আজ বুধবার বেলা ১১টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। -প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!