Home | দেশ-বিদেশের সংবাদ | শ্রীলঙ্কায় হামলার পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রকাশ করলো আইএস

শ্রীলঙ্কায় হামলার পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রকাশ করলো আইএস

isis-terrorists-20190427191817

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় আড়াইশ জনকে হত্যা ও পাঁচ শতাধিক মানুষকে আহত করার দায় স্বীকারের পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই বোমা হামলার ব্যাপারে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। উগ্রবাদী এই জঙ্গিগোষ্ঠীর আল-নাবা নামের একটি সাপ্তাহিকে ওই হামলার ব্যাপারে স্পেশাল রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী বিশেষ ওই প্রতিবেদনে দাবি করেছে, ‘শ্রীলঙ্কায় হামলায় তাদের মূল টার্গেট ছিল খ্রিস্টানরা। সব সময় ক্রুসেডররা মনে করেন যে, তারা তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে এবং ইসলামের আবাসভূমি তারা ছিনিয়ে নিয়েছে।’

আইএসের এই সাপ্তাহিকের সম্পাদক লিখেছেন, কিন্তু বিজয়ীরা খিলাফত ও তাদের নেতাদের সন্তানদের দ্বারা অন্য অঞ্চলে যুদ্ধ করছে এবং শত্রুদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য… বিশ্বের প্রতিটি অংশে তাকে হতাশ করে এবং তার শক্তি ও দক্ষতা হ্রাস করছে।’

শ্রীলঙ্কায় হামলার ব্যাপারে আইএসের বিশেষ এই প্রতিবেদনে বলা হয়েছে, খিলাফতের সৈনিকদের একটি গ্রুপ যুদ্ধে লিপ্ত খ্রিস্টানদের বেশ কয়েকটি গীর্জা টার্গেট করে চালিয়েছে। শ্রীলঙ্কার বেশ কিছু শহরে ক্রুসেডার রাষ্ট্রের নাগরিকদের কুফরি অনুষ্ঠান উদযাপন টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

এই জঙ্গিগোষ্ঠীর দাবি, হামলায় ৩৫০ জন নিহত ও ৬৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে আমেরিকা, স্পেন, ব্রিটেন, চীন, ফ্রান্স, হল্যান্ড এবং ভারতের ৪৫ জন নাগরিক রয়েছে।

আরবি ভাষায় প্রকাশিত এই প্রতিবেদন বলছে, ক্রুসেডার সামরিক জোটের বিরুদ্ধে ইসলামিক স্টেটের (আইএস) ধর্মীয় যুদ্ধ চলছে এবং এটা কখনই থামবে না। এতে উল্লেখ করা হয়েছে, নিউজিল্যান্ড হামলার মতো নিজ নাগরিকদের ওপর হামলা চালানোর দরকার নেই আইএসের।

‘আবু হামজা আল-সিলানি কলম্বোর অ্যান্তনি গীর্জায় হামলা চালিয়েছেন…তিনি মুহারিবিন ক্রিশ্চিয়ানের মাঝামাঝি এসে তার বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়েছেন…অন্যদিকে, আবু মুহাম্মদ আল সিলানি বাত্তিবালোয়ার জিওন গীর্জার পথে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন। আবু ওবায়দা আল সিলানি, আবু আল-বাররা আল -সিলানি ও আবু আল-মুখতার আল-সিলানি কলেম্বোর যেসব হোটেলে খিস্ট্রানরা জমায়েত হয়েছিলেন; সেখানে বিস্ফোরণ ঘটান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!