নিউজ ডেক্স : শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো ৫২১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আহত ব্যক্তিদের যেসব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেগুলোর নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়।
হাসপাতালগুলো হলো : কলম্বো ন্যাশনাল হাসপাতাল, কলম্বো নর্থ টিচিং হাসপাতাল(রাগামা হাসপাতাল), কলম্বো সাউথ চিটিং হাসপাতাল(কালোবাউলি হাসপাতাল) এবং বাতিকালোয়া হাসপাতাল।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালগুলোতে এখনো অজ্ঞাত-পরিচয় ৪১ জনের মরদেহ রয়েছে। তাদের বিষয়ে নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, হাসপাতাল সূত্র জানিয়েছে, কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ২০ বিদেশির মরদেহ রয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
অন্যদিকে, ওই হামলায় জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আটকৃতদের মধ্যে একজন ভ্যানচালকও রয়েছেন। ইষ্টার সানডের বোমা হামলার ঘটনায় ভ্যানটি ব্যবহার করা হয়েছিল।
সূত্র : নিউজ ফার্স্ট, রয়টার্স