_______মুহাম্মদ সোলাইমান_______
প্রতি বর্ষে ঘুরে ফিরে আসে দিবস ১লা মে,
শ্রমজীবি মেহনতী মানুষ বড়ই কষ্টে ছিল যে।
সে ইতিহাস ভুলেনি আজও বিশ্বের সকল মানুষ,
মে দিবসের করুণ ইতিহাস ভাঙে সকলের হুশ।
১৭৬০ সালে শ্রমিকের আন্দোলন শুরু হল যাত্রা,
পরে আরো তীব্র হলো আন্দোলনের কঠিন মাত্রা।
শ্রমিকের গায়ের ঘাম বৃথা যায়নি সে দিন,
বিশ্বের মানুষ মে দিবস পালন করল যে দিন।
১৮৯০ সালে পালিত হয় প্রথম মে দিবস,
শ্রমিক পেল এ দিবসে আনন্দ বেদনার রস।
৬ জনের মৃত্যূদানে শ্রমিক দিবস সফল হয়,
৮ ঘন্টা কর্মধারায় শ্রম শ্রমিকের বিশ্ব জয়।
আমাদের মহানবী (স.) শ্রমিকের মর্যাদায় দিয়েছেন অনেক মহান বানী,
গায়ের ঘাম শুকানোর আগেই মজুরী পরিশোধ শর্ত যেন আমরা মানি।
মে দিবস শ্রম-শ্রমিকের লাখো কষ্টের সফল দিন,
মে দিবসে শ্রমিকের মনে বাজে হাজার সুখের বীণ।।
