এলনিউজ২৪ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করে তারই ডাকে বিজয় অর্জন করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে এ বিজয়ের পতাকা সমুন্নত রেখেছেন। লোহাগাড়ায় ৩০ ডিসেম্বর দুপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আজীবন সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে পদ্মা- মেঘনা-যমুনা তোমার আমার ঠিকানা, এক দেশ এক কথা এদেশের স্বাধীনতা এসব শ্লোগানে যুবকরা যুদ্ধ করেছেন। ১৯৭৫ সালে ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার চেতনাকে ধাবিয়ে রাখার প্রচেষ্টা চালায়। পরবর্তী সময়ে আওয়ামীলীগ ক্ষমতায় এসে এ প্রতিবন্ধকতা দূর করেন। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। ২০২১ সালে জাতি মধ্যম আয়ের দেশে স্বপ্নে বিভোর। মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদযাপন পরিষদের উদ্যোগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন হতে শুরু হয়ে মেলা অনুষ্ঠানস্থল উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন ও শান্তির পায়রা উড়ান। লোহাগাড়া মুক্তিযোদ্ধা বিজয়মেলা পরিষদ চেয়ারম্যান সংগঠনের পতাকা উত্তোলন করেন। এ সময় মুক্তিযোদ্ধাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা জয় বাংলা শ্লোগানে স্থানটি মুখরিত করেন।

পরে পরিষদ চেয়ারম্যান মুক্তিযুদ্ধকালীন গ্র“প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন ছাড়াও বক্তব্য রাখেন যথাক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিক শামিমা হারুন লুবনা, দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, দক্ষিণ জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও লোহাগাড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী। সভার সঞ্চালনায় ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হিরু। আয়োজকরা জানিয়েছেন এ মাঠে মাসব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হবে। মেলায় কোনরূপ অশালীন কর্মসূচী পালিত হবেনা বলে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম সাংবাদিকদের জানিয়েছেন।