- Lohagaranews24 - http://lohagaranews24.com -

শুভ ষষ্টী

550

শুভ্রা নীলাঞ্জন : কৃত্তিবাস রামায়ণ অনুসারে রাবণ ছিলেন শিবভক্ত। শিব তাকে রক্ষা করতেন। তাই ব্রম্মা রাম কে পরামর্শ দেন, শিবের স্ত্রী দুর্গার পুজা করে তাকে তুষ্ট করতে। তাতে রাবণবধ রামের পক্ষে সহজ সাধ্য হবে।

ব্রম্মার পরামর্শে রাম শরৎকালে দুর্গার বোধন, চন্ডিপাঠ ও মহাপুজার আয়োজন করেন। আশ্বিন মাসের শুক্লাষষ্টীর দিন রাম কল্পারম্ভ করেন। তারপর সন্ধ্যায় বোধন, আমন্ত্রন ও অধিবাস করেন।

মহা সপ্তমী, মহাষ্টমী ও সন্ধিপুজার পরেও দুর্গার আবির্ভাব না ঘটায় রাম ১০৮ টি নীলপদ্ম দিয়ে মহানবমী পুজার পরিকল্পনা করেন। হনুমান তাকে ১০৮ টি পদ্ম যোগাড় করে দেন। দুর্গা রামকে পরীক্ষা করার জন্য একটি পদ্ম লুকিয়ে রাখেন। একটি পদ্ম না পেয়ে রাম পদ্মের বদলে নিজের একটি চোখ উপড়ে দূর্গাকে নিবেদন করতে গেলে দূর্গা আবির্ভূত হয়ে রামকে কাংখিত বর দেন।