অনলাইন নিউজের ইতিহাস খুব বেশী দিনের না হলেও এই স্বল্প সময়ে প্রিন্ট মিডিয়াকে পেছনে ফেলে বহুদুর এগিয়ে গেছে অনলাইন মিডিয়া।
যেখানে কতিপয় অনলাইন নিউজ শুধু লাইক, শেয়ার পেতে মিথ্যা ও ভুয়া ছবি দিয়ে নিউজ প্রচার করতে দেখা গেলেও lohagaranews24.com অবহেলিত লোহাগাড়ার সমস্যা-সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে এই নিউজপোর্টাল নামকরা নিউজপোর্টালের তালিকায় স্থান করে নিয়েছে। আমি lohagaranews24.com এর দ্বিতীয় বর্ষ পূর্তিতে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
শুভেচ্ছান্তে-
এম. আবদুল জব্বার
কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম।