লোহাগাড়া উপজেলার ১ম অনলাইন নিউজ পোর্টাল LohagaraNews24.com এর ২য় বর্ষ পুর্তিতে সংশ্লিষ্ট সবার প্রতি অন্তরের অন্তরস্থল হতে ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
Lohagaranews24.com লোহাগাড়ার ১ম অনলাইন পত্রিকা হিসেবে আমরা পাঠকদের কাছে হয়ত চাওয়া একটু বেশী।

আশা রাখব এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে আরো অনেকদূর এগিয়ে যাবে এই স্বনামধন্য অনলাইন পত্রিকাটি।
মহান আল্লাহ যেন সকল কলম সৈনিকদের কে মানুষ হিসেবে সত্য ও সুন্দরের পক্ষে নিজেদের কলম চালাবার শক্তি সৎ মনোভাব তৈরি করে দে এই কামনায় রইল। আমীন।
অবশেষে প্রত্যাশা থাকবে সমাজের রন্দ্রে রন্দ্রে মিশে যাওয়া সামাজিক ব্যাধি সমুহ যৌতুক, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব গুলো নিয়মিত প্রচার করে সুস্ত পরিছন্ন সমাজ গঠনে আরো আন্তরিক সচেষ্ট হবেন।
পরিশেষে মহান আল্লাহর দরবারে পত্রিকার সাথে জড়িত সকলের সুস্ততার সাথে দীর্ঘ আয়ু কামনা করতেছি।
শুভেচ্ছান্তে-
মোহাম্মদ আবু হানিফ
উদ্দ্যোক্তা পরিষদ সদস্য,
পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদ।