নিউজ ডেক্স : দুবাই ও উত্তর আমিরাত চট্টগ্রাম সমিতির উদ্যোগে আগামীকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শারজাহ ন্যাশনাল পার্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল গনি চৌধুরী জানান, আমাদের মেজবানের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, আশাকরি মেজমানে প্রায় ১০ হাজার প্রবাসীর সমাগম হবে।
মেজবানে অতিথি হিসেবে আমিরাতে সফররত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ইউনুস গনি চৌধুরী উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, অতিথি হিসেবে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এস. বদিরুজ্জামান, আমিরাতে প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ ইফতেখার হোসেন বাবুল, ড. সৈয়দ নুর মুহাম্মদ-সহ আরও অনেকে উপস্থিত হওয়ার কথা রয়েছে।