- Lohagaranews24 - http://lohagaranews24.com -

শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার : ড. নদভী এমপি

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী বলেছেন, শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেরও ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে যে অগ্রগতি তা এখন বিশ্ব স্বীকৃত। শিক্ষার উন্নয়নে কার্যক্রম চলমান রয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগাড়ার কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আওয়ামী লীগ নেতা এস এম আবদুল জব্বার ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইসলাম মিয়া অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, কেন্দ্রীয় কারাগারের সাবেক প্রধান চিকিৎসক ডাঃ মোস্তফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী য্বুলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু , কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট আবু বক্কর ছিদ্দিক, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, বিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুদ করিম, সাংসদের সহকারী একান্ত সচিব এস এম শাহাদাৎ হোসাইন শাহেদ ও কলাউজান ইউপি সদস্য সালাহ উদ্দিন সিকদার প্রমুখ।

প্রধান অতিথি ড. নদভী আরো বলেন, লোহাগাড়া-সাতকানিয়ায় অনেক স্কুল-কলেজ-মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণ হয়েছে। কয়েকটিতে ভবন নির্মাণ কাজ চলমান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ঢেলে সাজিয়ে তুলতে পরিশ্রম করছেন। শিক্ষার অধিকাংশ ক্ষেত্রেই রোল মডেল এখন বাংলাদেশ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদেরকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।