লোহাগাড়া সদর ইউনিয়নের পুরাতন থানা রোডে অবস্থিত শাহ ছমদিয়া ভিআইপি হিফয বিভাগের তিন ছাত্রকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৩০ মার্চ) হিফয বিভাগ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিন উল্লাহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবুল আলম শাওন।
শাহ ছমদিয়া ভিআইপি হিফয বিভাগ থেকে পবিত্র কোরআন হিফয সম্পন্ন করায় এই তিন ছাত্রকে বিদায় সংবর্ধনা দেয় হয়েছে। ছাত্ররা হল- সাকির কদর ইফাজ, মুহাম্মদ জাহিন রাফসান ও মুহাম্মদ আনাছ। -প্রেস বিজ্ঞপ্তি