এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম- ১৫ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একান্ত ব্যক্তিগত সহকারী মো. আরমান উদ্দীনের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপর্কম করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর রুজু করা সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মানুষের মাধ্যমে জানতে পারেন কিছু অজ্ঞাতনামা ব্যক্তি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর একান্ত ব্যক্তিগত সহকারীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে লোহাগাড়া থানা এলাকায় বিভিন্ন অপকর্ম করছে। এসব অপকর্মের সাথে তার কোন সম্পর্ক নেই। যার কারণে তিনি রীতিমত বিব্রত ও মানহানিকর সমস্যা উপলব্ধি করছেন এবং বিভিন্ন প্রোপাগান্ডের স্বীকার হচ্ছেন।
মো. আরমান উদ্দীন জানান, সাবেক এমপি শাহজাহান চৌধুরীর রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকতে হয়। কয়েক মাস যাবত কে বা কারা আমার নাম ভাঙ্গিয়ে লোহাগাড়া থানা এলাকায় বিভিন্ন অপকর্ম করার সংবাদ পেয়েছে। যারা আমার নাম ভাঙ্গিয়ে এসব মানহানিকর কাজে জাড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।