
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় গাড়িতে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৭ মামলায় ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। এছাড়া অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করায় সংশ্লিষ্ট আইনে ৭ মামলায় ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ১৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner