নিউজ ডেক্স : কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান।
কুমিল্লা সিটি নির্বাচনে জয়লাভের পর বিএনপির এই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সাক্কু পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

প্রকাশ, গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু।