Home | উন্মুক্ত পাতা | লোহাগাড়া মা-মনি হাসপাতালের সাথে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কর্পোরেট চুক্তি

লোহাগাড়া মা-মনি হাসপাতালের সাথে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কর্পোরেট চুক্তি

104

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া মা-মনি হাসপাতালের সাথে চট্টগ্রাম তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কর্পোরেট চুক্তি সম্পাদিত হয়েছে। ২৮ জানুয়ারী চট্টগ্রাম মুসলিম হলে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠানে এ চুক্তি সম্পাদিত হয়।

মা-মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেম বলেন, তামাকুমন্ডি লেইন বর্ণিক সমিতির লোহাগাড়া-সাতকানিয়ার সদস্যদের জন্য হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ ছাড় থাকবে। তিনি আরো বলেন, লোহাগাড়া-সাতকানিয়াবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!