- Lohagaranews24 - http://lohagaranews24.com -

লোহাগাড়া বামাসাশিস নেতৃবৃন্দ ড. নদভী এমপি ও নারীনেত্রী রিজিয়া রেজা’র সাথে সৌজন্য সাক্ষাত

23783620_644635535926785_4544899416942001333_o

এলনিউজ২৪ডটকম : বাংলাদেশ মাদ্রাসা সাধারণ শিক্ষক সমিতি (বামাসাশিস) লোহাগাড়া শাখার নেতৃবৃন্দ গত ২১ নভেম্বর রাতে চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

চট্টগ্রামস্থ এমপি’র বাসভবনে সৌজন্য সাক্ষাতে মাদ্রাসার সাধারণ শিক্ষকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে সম্প্রতি অনুষ্ঠিত জেডিসি-জেএসসি পরীক্ষার ‘কক্ষ পরিদর্শক ভাতা’র বৈষম্যটি গুরুত্ব পায়। মাদ্রাসা শিক্ষকদেরকে নামেমাত্র কক্ষ পরিদর্শক ভাতা দেয়া হয়। যদিও স্কুলের চেয়ে মাদ্রাসায় বেশি ফি নেয়া হয় শিক্ষার্থীদের কাছ থেকে।

শিক্ষকবান্ধব সাংসদ ড. নদভী ও নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী গভীর মনোযোগ সহকারে শিক্ষক নেতৃবৃন্দের যৌক্তিক ও ন্যায্য দাবী সম্বলিত বক্তব্য শুনেন। এছাড়াও স্থানীয় ও জাতীয় নির্বাচনে শিক্ষকদের পদ ও পদবী অনুসারে দায়িত্ব অর্পণের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়।

ড. নদভী এমপি বলেন, “দুর্নীতি আর চলবে না। মাদ্রাসা শিক্ষকদের মান-সম্মান সমুন্নত থাকতে হবে। আমি বিষয়টি সম্মানজনক সুরাহা করবো। শিক্ষকরা এখন কক্ষ পরিদর্শক ভাতা গ্রহণ করবেনা। আমি বলবো কখন নেবে”।

নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেন, “স্কুল-মাদ্রাসার মধ্যে কেন এতো বৈষম্য। এই বৈষম্য সৃষ্টি কারা করেছেন ! তাদেরকে চিহ্নিত করতে হবে। এই বৈষম্য দূর হতে হবে। সুন্দর একটা সমাধান অবশ্যই হওয়া উচিত”।

23783861_644635622593443_3895995757217348644_o
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল ও স্বাশিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।

শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর হামিদুর রহমান, প্রফেসর মোঃ আউয়াল হোসেন, প্রফেস মোছাদ্দেক আহমদ, প্রফেসর মুহাম্মদ আবদুল খালেক, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রফেসর আহসান হাবীব, প্রফেসর  রিদোয়ানুল হক ও মাষ্টার নাছির উদ্দিন।