এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগে কলাউজান ইউনিয়নে আজ ১২ জানুয়ারী শুক্রবার কিছু সংখ্যক শীতার্ত শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে। কলাউজান কানুরাম বাজার চত্বর ও হরিণা বিল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৃথকভাবে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, সংস্থার সাধারণ সম্পাদক এম. এম. আহমদ মনির ও নির্বাহী সদস্য শিক্ষার্থী মোঃ ইউসুফ।
উপজেলার প্রতিটি ইউনিয়নে শীতার্থ শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক।
