- Lohagaranews24 - http://lohagaranews24.com -

লোহাগাড়া থানার নামে ভূয়া ফেসবুক পেইজ

227

এলনিউজ২৪ডটকম : ‘লোহাগাড়া থানা চট্রগ্রাম- বাংলাদেশ পুলিশ’ এই নামে ভূল বানানে ভূয়া একটি ফেসবুক পেইজ খুলে বিভিন্ন রকম বিভ্রান্তিকর পোষ্ট করছে একটি মহল।

এ ব্যাপারে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ৩৯১) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ।

তিনি জানান, লোহাগাড়া থানার নামে ভূয়া ফেসবুক পেইজ খুলে ভূল বানানে শিশু সুলভ, হাস্যকর ও অবিশ্বাস্য বিভিন্ন রকম পোষ্ট দিয়ে আসছে কে বা কারা। এ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ফলে লোহাগাড়া থানা পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

তিনি আরো জানান, এই পেইজের সাথে লোহাগাড়া থানা পুলিশের কোন সম্পর্ক নেই। ভূয়া পেইজ পরিচালনাকারীর বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভূয়া পেইজটি ভিজিট করে দেখা যায়, পেইজের নামে চট্টগ্রাম শব্দটি ভূল বানানে লেখা হয়েছে। প্রোফাইল ফটোতে বাংলাদেশ পুলিশের লোগো ও কভার ফটোতে প্রধানমন্ত্রীর সামরিক সচিব প্রয়াত মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম’র ছবি ব্যবহার করা হয়েছে।