নিউজ ডেক্স : চট্টগ্রাম জেলা পুলিশের লোহাগাড়া ও বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
রোববার (১৬ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দুই কর্মকর্তাকে বদলি করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ বলেন, রাঙ্গুনিয়া সার্কেলের পুলিশ পরিদর্শক মো. আসহাব উদ্দিনকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. রাশেদুল ইসলামকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করা হয়েছে। -বাংলানিউজ