Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজারের বাসা চুরি

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজারের বাসা চুরি

60574090_2349010102024723_2978275321142312960_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সির সুপারভাইজার প্রদীপ কান্তি দে’র বাসা চুরির ঘটনা ঘটেছে। গত ১৫ মে বিকেলে তিনি চুরির বিষয়টি জানতে পেরেছেন।

প্রদীপ কান্তি দে জানান, গত ১২ মে সকালে বড় মেয়ের বিয়ে উপলক্ষে স্বপরিবারে চট্টগ্রাম শহরে যান। গত ১৪ মেয়ের বিয়ে সম্পন্ন হয়। গত ১৫ মে প্রতিবেশীর মোবাইল ফোনে জানতে পারেন বাসার দরজা খোলা। ওইদিন রাত ১১টায় বাসায় ফিরে দেখতে পান বাসার দরজার তালা ভেঙ্গে চোরের ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫৬ হাজার ৪শ টাকা, কিছু প্রয়োজনীয় কাগজপত্র, জমির দলিল ও ব্যাংক চেক বহি নিয়ে যায়। খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ বেলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শফি উল্লাহ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সাধারণ ডায়েরী রুজু প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!