Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়া ইউএনও প্রত্যাহারের দাবীতে মহাসড়ক অবরোধ

লোহাগাড়া ইউএনও প্রত্যাহারের দাবীতে মহাসড়ক অবরোধ

31086402_434482016955586_1427127633_o

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলমের প্রত্যাহারের দাবীতে সর্বস্তরের জনসাধারণ ও সচেতন নাগরিকের ব্যানারে আজ ২৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হয়। এতে চট্টগ্রাম ও কক্সবাজারমুখী গাড়ির দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছে যাত্রীসাধারণ। বিকেল ৪ টা ২৭ মিনিটে অবরোধ সৃষ্টি করে এবং তা বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। অবরোধকারীরা ফাঁকা রাস্তায় মিছিল করে এবং ইউএনও’র বিপক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। তারা অনতিবিলম্বে তাকে প্রত্যাহার করা না হলে আরো বৃহত্তর কর্মসূচী দেবেন বলে জানিয়েছেন।
30776314_434481750288946_1799716516_n
সড়ক অবরোধে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুচ্ছফা চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম, এইচ এম আবদুল গণি সম্রাট, এস এম আবদুল জব্বার, পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, আবদুল হান্নান মুহাম্মদ ফারুক ও ছাত্রলীগ উপজেলা যুগ্ম আহবায়ক মিজানুর রহমান।

অবরোধকারীরা লোহাগাড়া থানার উত্তর পাশ্বে ও দক্ষিণ পাশে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্থানে পৃথক ব্যারিকেট সৃষ্টি করে। বিক্ষোভকারীরা লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে মহাসড়কে এক সমাবেশে মিলিত হন। এইচ এম আবদুল গণি সম্রাট সমাবেশে জানান, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপিকে এ ব্যাপারে জানানো হয়েছে। তিনি (এমপি) অতি সত্বর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ায় অবরোধ তুলে নেয়া হয়।

31265289_228730644345805_895975897872465920_n
প্রত্যক্ষদর্শী ও আয়োজকরা জানিয়েছেন, বিকেল ৪টায় সর্বস্তরের জনসাধারণ প্রথমে শুটকী বাজার সংলগ্ন স্থানে সমবেত হন এবং তাদের একাংশ দক্ষিণ দিকে অবস্থানকারীদের মিলিত হলে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। কক্সবাজারমুখী যানবাহনের সারি পদুয়া তেওয়ারীহাট ছাড়িয়ে উত্তরদিকে সাতকানিয়া সীমানা পর্যন্ত ও চট্টগ্রামমুখী যানবাহন চুনতি খান দিঘী পর্যন্ত বিস্তৃত ছিল।

অবরোধের খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হিরু একদল কর্মী নিয়ে অবরোধ তুলে নেয়ার চেষ্টা চালান। পরে তাদেরকে নিরাপত্তার কারণে লোহাগাড়া থানার এসআই প্রভাত কর্মকার ও অন্যান্যরা নিবৃত্ত করেন। তাদেরকে শুটকী বাজারের উত্তর পার্শ্বে গাড়ি চলাচলের সময় অবস্থান করতে দেখা যায়। সালাহ উদ্দিন হিরু বলেছেন, জনস্বার্থে তারাই গাড়ি চলাচল স্বাভাবিক করেছেন।
30957181_434489610288160_65369996_o
অপরদিকে, লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মোঃ হেলাল উদ্দিন জানান, পুলিশী ভূমিকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা মারাত্মক দূর্ভোগ পোহান। বিশেষ করে শিশু ও মহিলারা তাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনার জন্য জনদূর্ভোগ সৃষ্টিকারীদের আইনামলে আনার দাবী জানান ভূক্তভোগীরা।
31444651_228730634345806_6672014403350560768_n
উল্লেখ্য, লোহাগাড়া ইউএনও মোঃ মাহবুব আলমকে গত ১২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করা হয়। ১৯ এপ্রিল তা কর্মস্থলে যোগদান করার কথা ছিল। পরবর্তীতে তা রহিত হয়ে যায়। এ নিয়ে লোহাগাড়া আওয়ামীলীগ পাল্টাপাল্টি কর্মসূচী পালন করেছে। মানববন্ধ হয়। সর্বশেষ গতকাল ২৬ এপ্রিল অবরোধের এ কর্মসূচী পালিত হয়েছে।

লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের বিবৃতি :
লোহাগাড়া ইউএনও অপসারণের দাবীতে বিক্ষোভ ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচলে বিগ্ন সৃষ্টি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হিরু। তাঁর স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিও দিয়েছেন তিনি। বিবৃতিতে যা লেখা হয়েছে তা হুবহু সংযুক্ত করা হলো-

233

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!