এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহর গাড়ি চালক (ড্রাইভার) মহিউদ্দিনকে চাকুরিচ্যুত করা হয়েছে। সোমবার (৮ মে) সন্ধ্যায় ইউএনও বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন।
তিনি জানান, গাড়ি চালক মহিউদ্দিন তার অসততা, লোভ, দায়িত্ব পালনে চরম অবহেলা ও আচরণগত কিছু অমার্জনীয় অপরাধের কারণে তাকে চাকুরি থেকে বাদ দেয়া হয়েছে। সে যাতে কোথাও ইউএনও’র ড্রাইভার পরিচয় দিয়ে কোন অবৈধ-অনৈতিক সুবিধা নিতে না পারে এবং প্রতারণা করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, মহিউদ্দিন দৈনিক মজুরি ভিত্তিক গাড়ি চালক ছিল। সে ইউএনও অফিসের সরকারি নিয়োগ প্রাপ্তা বা স্থায়ী চালক ছিল না।