এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমরান হোসেন (২৩) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান হোসেন পটুয়াখালী সদর থানার লাউকাঠি ইউনিয়নের গুলবনিয়া এলাকার মৃত হানিফ সরদারের পুত্র।

পুলিশ জানায়, থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে চট্টগ্রামুখি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় ইমরান হোসেনের কাছ থেকে ইয়াবাগুলো পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। তিনি ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার (১৯ মে) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।