
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১৫ লাখ টাকার ইয়াবাসহ ৪ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।
গ্রেফতারকৃতরা হল চাঁদপুরের মতলব থানার এখলাসপুর এলাকা বাবুল হোসেনের পুত্র সুজন হোসেন (২৩), মানিকগঞ্জের শিবালয় থানার আলোকদিয়া বাতেনের পাড়ার মৃত আহমদ মোল্যার পুত্র আলিম মোল্যা (৪৭), দৌলতপুর থানার লালগোলা পাড়ার মৃত সোনা মোল্যার পুত্র মো. ইউসুফ (৪২) ও উপজেলার চুনতি ইউনিয়নের ইসলামিয়া পাড়ার সালেহ আহমদের পুত্র জসিম উদ্দিন প্রকাশ লেইঙ্গা জসিম (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।