এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১২ হাজার ১শ পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস ও প্রাইভেটকার।
মঙ্গলবার (১১ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন, সাতকানিয়া থানার এওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চুরামনি এলাকার মো. দানু মিয়ার পুত্র মো. জাহাঙ্গীর আলম (৪০), টাঙ্গাইলের মধুপুর থানার মধুপুর এলাকার মো. মফিজ উদ্দিনের পুত্র মো. সুমন (২৪) ও বরিশালের হিজলা থানার চর মেমোনিয়া এলাকা মৃত আব্দুল কাদের ভুঁইয়ার পুত্র মো. কবির হোসেন (৩৩)।
পুলিশ জানান, চট্টগ্রামুখী মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া প্রাইভেটকারে অভিযান চালিয়ে সুমনের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ও কবির হোসেনের কাছ থেকে ৩ হাজার ৩শ পিস ইয়াবা জব্দ করা হয়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা রুজু পূর্বক বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।