এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে তার মা গত ৯ এপ্রিল লোহাগাড়া থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে স্থানীয় পূর্ব কলাউজানের হরিণা দক্ষিণ পাড়ের মৃত আবুল হাশেমের পুত্র মিজবাউল হক (১৮) ও তার সহোদর মাইনুল হক (৩৫), মোঃ জুনাইদ (২৩) ও মোঃ জুবাইর (২৪) কে আসামী করা হয়েছে।

পরে অপহৃতাকে মিজবাউল হকসহ গত ১০ এপ্রিল বিকেলে বাঁশখালী উপজেলার মিয়া বাজার এলাকায় লস্কর পাড়ার এক বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে।
মামলা তদন্তকারী কর্মকর্তা আবদুল আউয়াল এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, অপহৃতার মা অভিযোগ করেছেন যে, তার মেয়ে প্রতিদিন স্কুলে যাবার পথে মিজবাউল হক প্রতিদিন তাকে (ছাত্রী) উত্যক্ত করত। বিষয়টি মিজবাউল হকের পরিবারকে জানানোর পরেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। ফলে মিজবাউল হক ছাড়া অন্যান্যদেরকে আসামী করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রী ও মিজবাউল হককে বাঁশখালী থেকে উদ্ধার করা হয়।
অপরদিকে, মিজবাউল হক জানিয়েছেন তাদের সাথে দীর্ঘদিন মন দেয়া-নেয়া চলছিল এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
মিজবাউল হককে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ছাত্রীকে নিরাপত্তা হেফজতে রয়েছে বলে এসআই আবদুল আউয়াল জানিয়েছেন।