লোহাগাড়া সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ’র ৮২তম শাখা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় বটতলী মোটর ষ্টেশনস্থ আইস পার্কের ৩য় তলায় এ শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশিদ মোল্লা, লোহাগাড়ার শিল্পপতি সোলতান আহমদ চৌধুরী বাদশা ও কনফিডেন্স সিমেন্ট চট্টগ্রাম দক্ষিণের সিনিয়র এক্সিকিউটিভ আবুল আজম চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যাংকের লোহাগাড়া শাখার ব্যবস্থাপক আমির উদ্দিন। লোহাগাড়ায় ৮২তম শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, গ্রাহকদের সন্তুষ্টি অর্জনই সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে সুধী, সাংবাদিক, গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির