এলনিউজ২৪ডটকম : মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব মোস্তফিজুর রহমান সওদাগরের সহধর্মীনি মোস্তফা বেগমের নামাজে জানাজা শেষে দাফন্ন সম্পন্ন করা হয়েছে।
আজ ২ জুলাই মঙ্গলবার বিকেল ৫টায় লোহাগাড়া উপজেলা সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে লোহাগাড়া সদরের পুরান থানা রোডস্থ মোস্তফিজুর রহমান সওদাগর পাড়ার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

নামাজে জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত আলহাজ্ব মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী। জানাজা পূর্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল মানিক, মরহুমার সন্তান আলহাজ্ব শফিক উদ্দিন ও লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক ফজলুল হক আজাদ প্রমুখ।
নামাজে জানাজায় স্থানীয় রাজনৈতিক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১ জুলাই সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরের জমিয়তুল ফলাহ মসজিদ মাঠে মরহুমা প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।