
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার আধুনগর খাঁনহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী। তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় রোগ প্রতিরোধ আইনে ৬ জনকে ৪ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আগামীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সাথে ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব মিয়া, থানার এএসআই শীপক, ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ও নয়ন দাশ।
