এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ঠাকুরদিঘী এলাকার মাইক্রোবাসের ধাক্কায় এক হেফজখানার ছাত্র নিহত হয়েছে। আজ ২ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬টায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহছান হাবিব।
নিহত শিক্ষার্থী মোঃ জাহেদুল ইসলাম (১২) সাতকানিয়া উপজেলার বাজালিয়া পুরানগড় এলাকার মোঃ ইদ্রিছের পুত্র ও পদুয়া হেমায়েতুল ইসলাম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী ঠাকুরদিঘী বাজার থেকে নাস্তা করে হেফজখানায় ফেরার পথে চট্টগ্রাম শহরমুখী দ্রুত গতির মাইক্রোবাস ((চট্টমেট্রো-চ-১১-৫২৯৩) তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে প্রাণ হারায়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাইক্রোবাসটি আটক করে। তবে মাইক্রোবাস চালক ও সহকারী কৌশলে পালিয়ে গেছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিক্ষার্থীর লাশ প্রাঙ্গণে রয়েছে।