এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪ ও ৫ জুন বিভিন্ন মামলার ৬ আসামী গ্রেফতার করেছে। এরমধ্যে ১৫ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা ১ জন, তিন মাসের সাজাপ্রাপ্ত ১ জন, জামায়াত নেতা ২ জন ও পরোয়ানাভূক্ত ২ জন আসামী রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে স্ব স্ব এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল উপজেলার উত্তর কলাউজান হাজি পাড়ার আব্দুস শুক্কুরের পুত্র ইয়াছিন আরাফাত, রাজঘাটা ফকিরখিল এলাকার আলহাজ্ব মিয়ার পুত্র ফোরক আহমদ, উপজেলা সদরের কাজি পুকুর পাড় এলাকার আমিনুর রহমান প্রকাশ নুরুল আমিনের পুত্র মেজবানুল রিয়াদ, চরম্বা নাছির মোহাম্মদ পাড়ার মাহামুদুল হক ফকিরের পুত্র মৌলানা আহমদ কবির, আধুনগর ডামির ঘোনা এলাকার মৃত আসহাব মিয়ার পুত্র মোঃ নুরুন্নবী ও বড়হাতিয়ার আমতলী এলাকার মৃত সোলাইমান খলিফার পুত্র জিয়াবুল হোসেন।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ।