এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আধুনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় কালা মিয়া (৬০) নামে এক পথচারী গুরতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহত কালা মিয়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বশরত আলী মুন্সি পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি যাত্রীবাহী একটি বাস পথচারী এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটি ঘটনাস্থলের অদূরে আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে মহাসড়কের পাশে রেখে চালক পালিয়ে গেছে বলে জানা যায়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মাহবুব জানান, দূর্ঘটনার বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। বৃদ্ধকে ধাক্কা দেয়া বাসটি জব্দ করার প্রক্রিয়া চলছে।