এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে বানের পানির স্রোতে নিখোঁজ আসহাব মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চুনতি পাড়ার এক ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসহাব মিয়া আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চট্টলাপাড়া কালু মিয়ার পুত্র।

জানা যায়, গত ৭ আগস্ট (সোমবার) বিকেল সাড়ে ৫টার দিকে তারা পিতা-পুত্র পদুয়া তেওয়ারিহাট বাজার থেকে চট্টলাপাড়া বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পানির স্রোতে তারা তলিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থলের অদূরে বৃদ্ধের ছেলেকে পাওয়া যায়। কিন্তু নিখোঁজ ছিলেন পিতা আসহাব মিয়া।
আজ বুধবার সকালে বানের পানিতে মাছ ধরতে স্থানীয়রা জাল মারলে তার মরদেহ পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজন তার মরদেহ শনাক্ত করেন।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম ইউনুচ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বানের পানির স্রোতে নিখোঁজ আসহাব মিয়ার মরদেহ পাওয়া গেছে। একইদিন দুপুরে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।