এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়া তেওয়ারীহাট বাজার সংলগ্ন আশ্চার্য্য ডাক্তার ভবনের পাশের পুকুরে ডুবে আজ ১ অক্টোবর দুপুর ১টায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আবদুল মজিদ মোঃ ছাহিল (৫) স্থানীয় মোঃ সোহেলের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর মামা মোজাম্মেল হক।
তিনি জানান, শিশুটি খেলাচ্ছলে অসাবধান বশতঃ পুকুরে পড়ে যায়। বিভিন্নস্থানে খোঁজ করে না পাওয়ায় পুকুরে পায়ের সেন্ডেল ভাসতে দেখা যায়। পরে তাকে খোঁজাখুজি করে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। একইদিন বাদ মাগরিব শিশুটিকে নানা বাড়ি আমিরাবাদ সুখছড়ি খলিফার পাড়ায় দাফন করা হয়েছে।

উল্লেখ্য, নিহত শিশুর পিতা একজন মোটর সাইকেল মেকানিক। তিনি পদুয়া তুলাতলী বাজারে মেকানিকের কাজ করেন এবং আশ্চার্য্য ডাক্তার ভবনের ভাড়া বাসায় থাকেন।