এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আমেরিকা প্রবাসীর এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার পশ্চিম কলাউজান বাংলা বাজারের দক্ষিণ পার্শ্বে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর নানা ব্যবসায়ী মাহবুবুর রহমান। নিহত শিশু আবদুল্লাহ ওয়ায়েজ (৩) ওই এলাকার প্রবাসী বেলাল উদ্দিনের পুত্র।
জানা যায়, বাড়ি সংলগ্ন একটি পুকুরে অসাবধান বশতঃ শিশুটি পড়ে যায়। তাকে খোঁজাখোজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান তার মা। তাৎক্ষণিকভাবে প্রথমে লোহাগাড়ার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে সন্ধ্যায় সোয়া ৭টায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ রুবেল পালিত বিষয়টি নিশ্চিত করেছেন। রাতেই শিশুটির লাশ দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা গেছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) সূত্রে প্রকাশ, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।