এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা সিকদার পাড়ায় আজ ২০ আগষ্ট সকাল সাড়ে ৯টা পুকুর পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মারিয়া ইফতিয়া মোসাইফ (১৬ মাস) ওই এলাকার মোঃ রেজাউল করিম রাসেলের কন্যা। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর চাচা মোঃ রিয়াদ ও স্থানীয় আবদুল গফুর (বাবুল)।
জানা যায়, ঘটনারদিন সকালে পরিবারের লোকজনের অগোচরে খেলাচ্ছলে শিশুটি বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজাখুজি শুরু করে। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পান। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিশুটির স্বজনদের মাঝে এক হৃদবিদারক দৃশ্যের অবতারণা হয়।